টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং টার্কি মুরগি কত দিনে ডিম দেয় বিস্তারিত দেখুন

প্রিয় পাঠক আপনারা হয়তো অনেকেই জানার চেষ্টা করছেন, টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং টার্কি মুরগি কত দিনে ডিম দেয় তার বিস্তারিত তথ্য। কিন্তু কোথাও কোন সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো,টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং টার্কি মুরগি কত দিনে ডিম দেয় তার বিস্তারিত তথ্য।
টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং টার্কি মুরগি কত দিনে ডিম দেয় বিস্তারিত দেখুন
বর্তমানে আমাদের দেশে টার্কি মুরগি বেশ জনপ্রিয় একটি জাত। এত জনপ্রিয় হওয়ার কারণ এই মুরগির বৃদ্ধির হার তুলনামূলক অন্যান্য মুরগির থেকে বেশি , টার্কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো এবং এই মুরগির মাংস অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই চলুন দেখেনি টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং টার্কি মুরগি কত দিনে ডিম দেয় তার বিস্তারিত তথ্য।

ভূমিকা

প্রিয় পাঠক আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব, টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা , টার্কি মুরগি কত দিনে ডিম দেয় , টার্কি মুরগি বছরে কয়টি ডিম দেয় , টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা , টার্কি মুরগির খাদ্য তালিকা
টার্কি মুরগির ভিটামিনের তালিকা , টার্কি মুরগির ঔষুধের তালিকা , টার্কি মুরগির বাচ্চার দাম এবং টার্কি মুরগির দাম ২০২৪ সহ টার্কি মুরগি সম্পর্কিত সকল তথ্য।

টার্কি মুরগি কত দিনে ডিম দেয়

টার্কি মুরগির ডিম দেওয়া নির্ভর করে তার বয়স, শারীরিক সুস্থতা এবং শারীরিক গঠনের উপর । সাধারণত একটি টার্কি মুরগি প্রথম ডিম দেওয়া শুরু করে ২৫ থেকে ৩০ সপ্তাহ বা ১৭৫ থেকে ২১০ দিনের মধ্যে। তবে এই সময়ের মধ্যে সে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে যে মুরগিগুলো শারীরিকভাবে সুস্থ সবল এবং গঠনগতভাবে ঠিক থাকে।

টার্কি মুরগি বছরে কয়টি ডিম দেয়

টার্কি মুরগি সাধারণত প্রতিবছরে ৩ থেকে ৪ বার বা তিন থেকে চার সিজনে ডিম দিয়ে থাকে। একটি টার্কি মুরগি প্রথম অবস্থায় কম ডিম দিলেও ১২ থেকে ১৩ মাস বয়সে এই ডিম দেওয়ার প্রবণতা বেড়ে যায়। একটি টার্কি মুরগি বছরে প্রায় ১২০ থেকে ১৪০ টি ডিম দিয়ে থাকে। আর এভাবে দুই থেকে তিন বছর টানা ডিম দেওয়ার পরে এই ডিম দেয়ার প্রবণতার হার কমে যায়। এছাড়াও সঠিক খাদ্য, ভ্যাকসিনেশন এবং ভিটামিনের অভাব হলে ডিমের পরিমাণ বা ডিম দেয়ার পরিমাণ অনেকটাই কমে যায় বা কম হয়।

টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা

টার্কি মুরগিকে নিচে বর্ণিত ভ্যাকসিন তালিকা অনুযায়ী ভ্যাকসিনেশন করলে টার্কি মুরগির সাধারণত কোন ধরনের অসুখ দেখা দেয় না। এর ফলে মাংস উৎপাদন এবং ডিমের উৎপাদন অনেক ভালো হয় এবং অধিক লাভবান হওয়া যায়। আর তাই নিচে বিস্তারিত ভাবে টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা এবং প্রয়োগ বিধি দেওয়া হল।

বয়স

 (দিন)

রোগের নাম

ভ্যাকসিনের নাম

ভ্যাকসিনের প্রকৃতি

  ভ্যাকসিন প্রয়োগ পদ্ধতি

১-৩

রানীক্ষেত

এনডি

লাইভ

এক চোখে এক ফোটা

৩৫-৪০

  ফাউল পক্স

ফাউল পক্স।

লাইভ

ডানাই সুচ ফোটানোর মাধ্যমে

৬০-৭০

রানীক্ষেত

এনডি

লাইভ

এক চোখে এক ফোটা

৭৫-৮০

ফাউল কলেরা

ফাউল কলেরা

কিল্ড

ঘাড়ে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে

১১০-১১৫

রানীক্ষেত

এনডি কিল্ড

কিল্ড

ঘাড়ে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে

টার্কি মুরগির খাদ্য তালিকা

বর্তমান সময়ে টার্কি মুরগি আমাদের দেশে বেশ জনপ্রিয় হওয়ার ফলে অনেকেই টার্কি মুরগি পালন করছেন অথবা পালন করার চেষ্টা করছেন। কিন্তু সঠিক ভাবে পালন করার নিয়ম এবং সঠিক খাদ্য তালিকা সম্পর্কে জ্ঞান না থাকার ফলে এটার কি মুরগি পালনে ব্যর্থ হয়।
আর তাই আমাদের সর্বপ্রথম জানতে হবে টার্কি মুরগির খাদ্য তালিকা কি বা কি কি খাদ্য দিলে টার্কি মুরগি দ্রুত বড় হবে এবং ডিম দিবে। নিচে টার্কি মুরগির ৫০ কেজি খাদ্যের একটি তালিকা দেওয়া হলো।

ক্রমিক নং

উপাদান

পরিমাণ

ভুট্টা

১৭.৫ কেজি

গম

১২.৫ কেজি

সয়াবিন মিল

৭.৫ কেজি

সূর্যমুখী বীজ

৫ কেজি

লাইমস্টোন / ঝিনুক চূর্ন

৪ কেজি

ঘাসের বিচি বা বীজ

৩.৫ কেজি

  সর্বমোট

৫০ কেজি

এছাড়াও টার্কি মুরগির খাদ্য তালিকার ফিড ফর্মেশন পদ্ধতি এবং এর নিউট্রিশন মান নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল।

ক্রমিক নং

খাবারের নাম

প্রোটিন

%

ক্যালসিয়াম

%

এনার্জি

kcal/kg

মিথিওনিন

%

লাইসিন

%

স্টার্টার

২৮-২৬

২৯০০-৩০০০

১.৬৫

০.৬০।

১.৩৫

  গ্রোয়ার

২৩-২১.৫

৩০৫০-৩১০০

১.৪০

০.৫০

১.২৫

ডেভেলপার

১৮

৩২০০

১.১৫

০.৪২

১.০

ফিনিশার

১৬

৩৩০০

১.০

০.৩৪

০.৯


Source: Commercial Poultry Nutrition, 2nd Ed. S. Leeson and J. D. Summers. Pub University Books, Canada, 1997

টার্কি মুরগির ঔষধের তালিকা

নিচে টার্কি মুরগির কিছু প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং প্রয়োগবিধি দেওয়া হলো। যেগুলো প্রয়োগ করলে টার্কি মুরগির রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিকভাবে দ্রুত বৃদ্ধি ঘটে ও তাড়াতাড়ি ডিম আসে। তাই চলুন দেখে নেয়া যাক টার্কি মুরগির ঔষধের তালিকা ও প্রয়োগ বিধি।

ক্রমিক নং

বয়স ( দিন )

ঔষধের নাম

১ম দিন

লাইসোভিট বা গ্লুকোজ

টানা ২-৪ দিন

এমক্সাসিলিন

৩-৫ দিনের ভিতর

আইবি+এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত ও ব্রংকাইটিস)

১০-১২ দিনের ভিতর

গামবোরো লাইভ ভ্যাক্সিন

১২-১৪ দিন

লিভারটনিক ও ভিটামিন

১৮-২২ দিনের ভিতর

গামবোরো লাইভ ভ্যাক্সিন

২৪-২৬ দিনের ভিতর

এনডি লাইভ ভ্যাক্সিন (রানীক্ষেত)

২৪-২৬ দিন

এম্প্রোলিয়াম + সিপ্রো

৩০ তম দিন

ফাউলপক্স ভ্যাক্সিন।

১০

৩৫ তম দিন

কৃমিনাষক ঔষধ।

১১

৪৫-৪৮ দিনের ভিতর

রানীক্ষেত লাইভ ভ্যাক্সিন (প্রাদুর্ভাব বেশি থাকলে)

১২

৫০ দিন থেকে নিয়মিত

প্রোবায়োটিক + ভিটামিন + লিভারটনিক

১৩

ডিম পাড়ার বয়স হলে বা ডিম পাড়া শুরু করলে

এডি৩+ ই-সেল+ ক্যালসিয়াম+ জিংক

( সপ্তাহে একদিন করে এক লিটার পানিতে এক মিলি করে)

টার্কি মুরগির ভিটামিনের তালিকা

নিচে বর্ণিত নিয়ম অনুযায়ী টার্কি মুরগিকে ভিটামিন গুলো প্রয়োগ করলে টার্কি মুরগির দ্রুত শারীরিক গঠন বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং টার্কি মুরগির দ্রুত ডিম দিতে শুরু করে। তাই নিচে টার্কি মুরগি ভিটামিন এর তালিকা গুলো এবং এর প্রয়োগ বিধি দেওয়া হলো।

ক্রমিক নং

ভিটামিনের নাম

প্রয়োগ বিধি

প্রয়োগমাত্রা

এডি৩ই

সপ্তাহে ২ দিন সকালের পানিতে

২ লিটার পানিতে ১ মিলি

লিভার টনিক

সপ্তাহে ১ দিন সকালের পানিতে

৩ লিটার পানিতে ১ মিলি

ই-সেল

এক সপ্তাহ অন্তর পরপর ২ দিন

২ লিটার পানিতে ১ মিলি

জিংক

সপ্তাহে ১ দিন সকালের পানিতে

১ লিটার পানিতে ১ মিলি

ক্যালসিয়াম

সপ্তাহে ১ দিন বিকেলের পানিতে

১ লিটার পানিতে ১ মিলি

টার্কি মুরগির বাচ্চার দাম কত

টার্কি মুরগির বাচ্চার দাম এলাকায় ভেদে একেক জায়গায় একেক রকম হতে পারে। তবে বর্তমানে টার্কি মুরগির একদিনের বাচ্চা ১১০ টাকা থেকে ১৩০ টাকা পার পিচ বিক্রয় করা হয়ে থাকে। এছাড়াও এই দাম এলাকা এবং সময় ভেদে কমবেশিও হতে পারে। তাই টার্কি মুরগির বাচ্চা কেনার আগে অবশ্যই বিভিন্ন খামার অথবা বাজার ভালোভাবে যাচাই-বাছাই করে তবে কিনবেন।

টার্কি মুরগির দাম ২০২৪

টার্কি মুরগি সাধারণত ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রয় করা হয়ে থাকে। তবে এই নাম বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন হতে পারে। এছাড়াও সময় ভেদে টার্কি মুরগির দাম কম বেশিও হতে পারে।

শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি, টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা , টার্কি মুরগি কত দিনে ডিম দেয় , টার্কি মুরগি বছরে কয়টি ডিম দেয় , টার্কি মুরগির ভ্যাকসিন তালিকা , টার্কি মুরগির খাদ্য তালিকা , টার্কি মুরগির ভিটামিনের তালিকা , টার্কি মুরগির ঔষুধের তালিকা , টার্কি মুরগির বাচ্চার দাম এবং টার্কি মুরগির দাম ২০২৪ সহ টার্কি মুরগি সম্পর্কিত সকল তথ্য।
তাই এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোন উপকারে এসে থাকে তবে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন এবং আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করবেন।

ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Club Solver এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url